এই মুহূর্তে জেলা

ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে উঠে এলো বেলুড় বিদ্যামন্দির।

হাওড়া, ১৫ জুলাই:- ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) এর র‍্যাঙ্কিংয়ে ফের প্রথম দশের মধ্যে উঠে এল স্বামীজীর ভাবাদর্শে দীক্ষিত রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুড় বিদ্যামন্দির। শুক্রবার এবারের এনআইআরএফের র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। শুধু শিক্ষার উৎকর্ষতার মানের বিচারেই নয়, ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতির বিচারে এই র‍্যাঙ্কিং দেওয়া হয় বলে জানা গেছে। স্বভাবতই এই খবরে খুশির হাওয়া গোটা শিক্ষাপ্রতিষ্ঠান জুড়েই। গত বেশ কয়েকবছর ধরেই প্রথম দশের মধ্যে এসেছে বেলুড়ের এই রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানটি।

স্বামীজীর আদর্শে পরিচালিত এই প্রতিষ্ঠানে নানা সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে এসে ছাত্ররা সার্বিক শিক্ষার সঙ্গে চরিত্রগঠন সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড, সমাজসেবামূলক কাজ ও খেলাধুলা সহ সব বিষয়েই পারদর্শী হওয়ার জন্য সচেষ্ট হন। সন্ন্যাসীরা সহ শিক্ষকরাও ছাত্রদের ব্যক্তিগত স্তরে সুবিধা অসুবিধাগুলিকে নজর দিয়ে প্রত্যেককেই সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেন। এসবই উঠে এসেছে র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এ ধারাবাহিকতা ধরে রাখতে, এমনই দাবি কর্তৃপক্ষের।