কলকাতা, ৯ জুলাই:- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মশ্রী’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতায় জাপানের কনসাল জেনারেলকে নিজের শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, আবের নৃশংস হত্যাকাণ্ড এরাজ্যের মানুষের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে। তিনি শুধু ভারত ও জাপানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেননি, বাংলার সাথেও তার বিশেষ সংযোগ ছিল। আবে কে মহান নেতা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
এদিন টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,” জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার নৃশংস হত্যাকাণ্ড আমাদের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে। তিনি শুধু ভারত ও জাপানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেননি, বাংলার সাথেও তার বিশেষ সংযোগ ছিল। মহান এই ব্যাক্তির আত্মা শান্তিতে থাকুক।” উল্লেখ্য, শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা বিফলে যায়।