হাওড়া, ৩ জুলাই:- কে বলে বাজারে চাকরি নেই। করোনার লকডাউনের পর থেকে চাকরির শূন্য ভাঁড়ারে গত দেড় মাসে ১৭টি নামী সংস্থা থেকে লোভনীয় সব চাকরির অফার পেয়েছেন হাওড়ার বালির দক্ষিণ ঘোষপাড়ার বছর ২২ এর যুবক অরিজিৎ রায়। এতো চাকরি পেয়ে অবাক করা কান্ড ঘটিয়েছেন তিনি। এখন তাঁর গুনগান পাড়া থেকে সোস্যাল মিডিয়া সর্বত্র। করোনাকালে যখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গণহারে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে ঠিক সেই সময় অরিজিৎ গত দেড় মাসে নয় নয় করে ১৭টি বড়সড় কোম্পানিতে চাকরির অফার পেয়েছেন। উইপ্রো, ইনফোসিস, ডেলটা এরকম বড় সব কোম্পানি তাঁকে অফার দিয়েছে। বর্তমানে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে জয়েন করেছেন।
হুগলির এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠরত অবস্থাতেই তিন এরকম অফার পেতে থাকেন। বর্তমানে তিনি বেসরকারি বহুজাতিক কোম্পানিতে যোগদান করে ব্যাঙ্গালোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অগাস্টেই তাঁর ব্যাঙ্গালোরে যাওয়ার কথা। আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছবার আশা করছেন তিনি। বালি ঘোষপাড়ার নিম্ন নিম্নবিত্ত পরিবারের অজিত রায় ও রিনা রায়ের একমাত্র সন্তান অরিজিতের এই পথ চলাটা সহজ ছিল না। অম্বিকা জুট মিলের সামান্য কর্মচারী পিতার উপার্জনে বহু কষ্টের মধ্যে দিয়ে কষ্টের পথ পেরিয়ে আজ তিনি এই জায়গায় এসেছেন। গতকাল গেছে জন্মদিন। একই সাথে কলেজের শেষ দিনও ছিল বটে। ফেয়ারওয়েল অনুষ্ঠানেই তিনি তাঁর সাফল্যের কথা জানতে পারেন। তাঁর এই সফলতায় তিনি তো বটেই গোটা পরিবার পাড়া প্রতিবেশী সকালেই খুব খুশি।