হাওড়া, ২৬ জুন:- আয়ুর্বেদিক চিকিৎসাতেও দেশেবিদেশে ভরসা বাড়ছে মানুষের। দাবি সদ্য থাইল্যান্ড সফর করে আসা আয়ুর্বেদ কোম্পানির প্রথম মহিলা অ্যাম্বাসাডর পরমা মুখোপাধ্যায়ের।আর্যুবেদিক ঔষধে দিন দিন মানুষের ভরসা বারছে। এমনই দাবি তাঁর। তিনি বলেন, আয়ুর্বেদ ঔষধে বহু রোগী উপকৃত হয়েছেন। শুধু তাই নয়, তাঁদের সংস্থার সব ঔষধই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা পরীক্ষিত।
তিনি আরও বলেন, হোমিওপ্যাথি ও এ্যালাপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসাতেও দেশবিদেশের বহু কঠিন রোগগ্রস্ত মানুষ উপকৃত হচ্ছেন। আমরা থাইল্যান্ডে পা রাখার সাথে সাথে সেখানকার মানুষ আমাদের শুভ অভ্যর্থনা জানান। শুধু থাইল্যান্ডেই নয়, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশেই মানুষ আজ উপকৃত। ক্রমশই আয়ুর্বেদিক বা ভেষজ ঔষধের উপর নির্ভরশীল হয়ে উঠছেন অনেক মানুষ।