কলকাতা, ১৭ জুন:- করোনার কারণে দুবছর বন্ধ থাকার পরে এবছর ফের শাসক দল তৃণমূল কংগ্রেস ২১ শে জুলাই তাদের বাৎসরিক শহীদ দিবসের কর্মসূচি পালন করবে। ওই সভার প্রস্তুতি নিয়ে আজ দলের রাজ্য কমিটি বৈঠকে বসে। দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে ওই বৈঠকে দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ছাড়াও, শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ সুখেন্দু শেখর রায় এক যৌথ সাংবাদিক বৈঠকে জানান, মানুষের অংশগ্রহণে নিরিখে এবছরের সমাবেশ যাতে বিগত সমস্ত রেকর্ড ভেঙে দেয় সেই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্যবার কলকাতা এবং সংলগ্ন জেলা গুলি থেকে লোক আনার ওপর জোর দেওয়া হলেও এবছর উত্তরবঙ্গের মানুষের যোগদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিভিন্ন জেলা থেকে মানুষ যাতে এবছর সমাবেশে বেশি করে যোগ দেন তা নিশ্চিত করতে জেলা নেতৃত্ব কে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই দলের শীর্ষ নেতৃত্ব এবং শাখা সংগঠনের নেতারা জেলায় জেলায় গিয়ে একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠক করবেন। এদিকে একুশে জুলাই এর সভার নাম করে যাতে সাধারণ মানুষের কাছ থেকে কোন টাকা তোলা না হয় সে ব্যাপারে সর্বস্তরের নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। সমাবেশের নামে যাতে তোলাবাজি না হয় সে ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত সমস্ত নেতাদের সতর্ক করে দেন।