হাওড়া, ১২ জুন:- হাওড়ার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোথাও অশান্তির খবর নেই। ইতিমধ্যেই হাওড়ার যে দুটি থানা এলাকায় সব থেকে বেশি অশান্তি হয়েছিল সেই দুই থানা এলাকা থেকে প্রায় ৫০ জনেরও বেশিজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে একথা জানান প্রবীণ ত্রিপাঠি। রবিবার সকাল থেকে তিনি হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিস্থিতি পর্যালোচনা করতে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি।
হাওড়ার বিভিন্ন থানা এলাকায় এখনো ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ পিকেটিং করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি কমব্যাট ফোর্স এবং র্যাফ মোতায়েন রয়েছে। এদিন সকালে হাওড়ার নতুন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি ডোমজুড়, ধুলাগোড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, হাওড়া শহরের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।