এই মুহূর্তে জেলা

পার্কসার্কাস-কান্ডে নিহত রিমার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের। পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর।

হাওড়া, ১১ জুন:- পার্কসার্কাস কাণ্ডে নিহত রিমা সিং এর শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিমা সিংহের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শনিবার ফোনে কথা বলেন। তাকে সমবেদনা জানান এবং তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে রিমা সিংহের ছোট ভাইকে হোম গার্ডে চাকরির আশ্বাস দেন। পাশাপাশি ৫ লক্ষ টাকা নগদ এদিন তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এর পাশাপাশি রিমা সিং এর বাবা যার এই মুহূর্তে কারখানা বন্ধ, কাজকর্ম বিশেষ নেই তাকেও একটি দোকান ঘর করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে রিমা সিংহের মা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় রিমা সিং এর হাওড়ার দাসনগরের বাড়িতে আসেন। অরূপ রায় বলেন, মুখ্যমন্ত্রী টেলিফোনে কথা বলে রিমার পরিবারের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছেন। চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি আর্থিক সাহায্য করা হয়েছে পরিবারকে। অরূপ রায় আরো বলেন, এদের পরিবারের পাশে সরকার রয়েছে। আমরা রয়েছি। যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। এই ঘটনা খুবই দুঃখের। এবং যে পুলিশকর্মী পার্কসার্কাসে ওই ঘটনা ঘটিয়েছে তার মস্তিষ্ক বিকৃতির জন্যই এমন কান্ড ঘটেছে বলে অরূপবাবু এদিন মন্তব্য করেন।