এই মুহূর্তে জেলা

হাওড়ায় রঙের কারখানায় ভয়াবহ আগুন, আগুনে পুড়ে জখম প্রায় ১৮, আগুন নিয়ন্ত্রণে জানালেন দমকল মন্ত্রী।

হাওড়া, ৮ জুন:- হাওড়ার শিবপুরের একটি রঙ কারখানায় ভয়াবহ আগুন। বুধবার দুপুরে বার্জার পেইন্টস কারখানায় ওই আগুন লাগে। দমকল সূত্রে শেষ পাওয়া খবরে জানা গেছে, দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় ওই কারখানার বেশ কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়েছে। বাকিদের অন্যত্র পাঠানো হয়েছে। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। যেহেতু রং কারখানায় প্রচুর দাহ্য জিনিস মজুত থাকে তাই আগুন আরও ভয়াবহ আকার নিয়েছে বলে জানা গেছে। হাওড়া, শিবপুর এবং দমকলের অন্যান্য কেন্দ্র থেকে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এদিন দুপুর আড়াইটে নাগাদ বার্জার পেন্টসের কারখানায় আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কারখানায় প্রচুর রাসায়নিক সহ দাহ্য বস্তু মজুত থাকার কারণে আগুন কার্যত বিধ্বংসী আকার ধারণ করে।

দমকল কর্মীরা যুদ্ধকালীন তত্‍পরতায় আগুন নেভানোর কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। আগুন লাগার পর কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। দাউদাউ করে গোটা কারখানায় জ্বলতে থাকে আগুন। কারখানার পাশেই বসতি এলাকা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকদের দ্রুত বাইরে নিয়ে আসা হলেও তার আগেই কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হন। এদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছেন। এসি ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এদিন খবর পেয়ে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, সমবায় মন্ত্রী অরূপ রায়, বিধায়ক নন্দিতা চৌধুরী সহ দমকলের পদস্থ কর্তারা। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১৭-১৮ জন আগুনে পুড়ে জখম হয়েছেন। এদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।