কলকাতা, ২৬ মে:- হাওড়া পুরসভা সংশোধনী বিল আটকে রাখা নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভুমিকায় পুনরায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভায় এক প্রশ্নের জবাবে আজ তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল বার বার বিধানসভায় আসেন। উনি এসে বলেন, কোনও বিল বাকি নেই। অথচ হাওড়া পুরসভার বিল এখনও আটকে রয়েছে। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।রাজ্যপালের সুপ্রিম কোর্টের রায় মানা উচিত। এ প্রসঙ্গে রাজীব গান্ধী হত্যা মামলা প্রসঙ্গ তুলে তিনি বলেন তামিলনাড়ুর রাজ্যপাল সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য হয়েছিলেন তাই এ ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত ছিল।
প্রসঙ্গত, গত বছর বিধানসভার অধিবেশনে হাওড়া পুর নিগম থেকে বালি পুরসভাকে আলাদা করতে বিল পাশ করানো হয়। কিন্তু রাজ্যপাল এখনো ওই বিলে সই না করায় তা আইনে পরিণত করা যাচ্ছে না বলে অভিযোগ। এর জেরে হাওড়া ও বালি পুরসভার নির্বাচনও বকেয়া রয়েছে।অন্যদিকে রাজ্যপাল পাল্টা অভিযোগ করেছেন, তিনি বারবার চাওয়া সত্ত্বেও বিলটি সবিস্তার তাঁকে জানানো হয়নি। ফলে তাঁর পক্ষে সই করা সম্ভব হচ্ছে না।