এই মুহূর্তে জেলা

ভাইজ্যাক বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। হাওড়া ও হুগলিতে ৬ বাঙালি পর্যটকের মৃত্যু।

হাওড়া, ২৫ মে:- ভাইজ্যাক বেড়াতে যাওয়ার পথে ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ৬ বাঙালি পর্যটকের মৃত্যু। হাওড়ার উদয়নারায়ণপুরে শোকের ছায়া। বেড়াতে বেরিয়ে ওড়িশার গঞ্জাম জেলায় দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় চার মহিলা সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৩০ জন আহত হয়েছেন ওই দুর্ঘটনায়। মৃতেরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। সোমবার দুপুরে উদয়নারায়ণপুর থেকে একটি বাসে করে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক বেড়াতে যাচ্ছিলেন স্থানীয় সুলতানপুরের এক দল ভ্রমণার্থী। ভোর রাতে বাসটি ওড়িশার ব্রহ্মপুর বা বেরহামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই ৪ জন মহিলা সহ মোট ৬ জনের মৃত্যু হয়। মৃতেরা হলেন সুপ্রিয়া দেঁড়ে (৩৩), সঞ্জীব পাত্র (৩৪), রীমা দেঁড়ে (২২), মৌসুমী দেঁড়ে (৪০), বর্ণালী মান্না(৩৪)। এছাড়া আরও একজন হুগলির আটপুরের বাসিন্দা স্বপ্ন গুছাইত (৫০) বছর রান্নার কাজে গিয়ে ছিলেন তিনি। এরা প্রত্যেকেই সুলতানপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হন ৩০ জন। স্থানীয় একটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। খবর পেয়ে উদয়নারায়ণপুর থেকে একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।