কলকাতা, ২৩ মে:- রাজ্য সরকার ক্যান্সারে আক্রান্ত এসএসসি আন্দোলনকারী সোমা দাস কে বিদ্যালয় শিক্ষিকা পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করতে হবে বলে জানিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে এসএসসির চেয়ারম্যান কে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে তাকে নবম এবং দশম শ্রেণীতে বাংলা শিক্ষিকা হিসেবে নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও ২০১৯ সাল থেকে এস এস সি চাকরিপ্রার্থীদের সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত মাসে তাকে শিক্ষকতার চাকরি বদলে একটি সরকারি চাকরি দেওয়ার বিষয়টি মানবিক ভাবে ভেবে দেখার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়ে শিক্ষকতার চাকরি করতে চান বলে জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে।