এই মুহূর্তে কলকাতা

রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও কঠোর করতে পুলিশকর্মী নিয়োগের সিদ্ধান্ত।

কলকাতা, ২৩ মে:- রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতে প্রায় দুহাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন রাজ্য পুলিশে ৬০০ কনস্টেবল নিয়োগ করা হবে।এছাড়া জঙ্গল মহলে বিশেষ মহিলা পুলিশ বাহিনী উইনার্সে ১৪২০ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। জঙ্গলমহলে ১০৫ জন স্পেশাল হোম গার্ড নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে ৪৮ টি শূন্যপদে প্রাক্তন মাওবাদীদের নেওয়া হবে।বাকি পদে মাওবাদী পরিবারের ছেলে মেয়েদের নিয়োগ করা হবে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী তাঁর সাম্প্রতিক জঙ্গল মহল সফরে মাওবাদীদের উন্নয়নের মূল স্রোতে ফেরাতে এবং আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁদের পরিবারের ছেলেমেয়েদের স্পেশাল হোমগার্ড বাহিনীতে নিয়োগের কথা ঘোষণা করেন।