এই মুহূর্তে কলকাতা

রাজ্য মানবধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচন নিয়ে বৈঠকে বসছে কমিটি।

কলকাতা, ২৩ মে:- রাজ্যের লোকায়ুক্ত এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট কমিটি আজ বৈঠকে বসেছে। নবান্নে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য অন্যান্য সদস্যদের পাশাপাশি রাজ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি ওই বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য এর আগেও গত ডিসেম্বর মাসে লোকায়ুক্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বৈঠকে বিরোধী দলনেতা অনুপস্থিত ছিলেন।

এবারের বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা বিরোধী দলনেতাকে চিঠি দিলে শুভেন্দু অভিযোগ করেন, তাঁকে ভুল চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাতে ভুল শব্দও ব্যবহার করা হয়েছিল। সেই শব্দ আগে প্রত্যাহার করতে হবে সরকারকে। তবে তিনি আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা ভেবে দেখতে পারেন।কিন্তু শেষ পর্যন্ত বৈঠকে যোগ দেননি শুভেন্দু।