এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে নজরদারির জন্য আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২১ মে:- একশ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কেন্দ্রীয় ভাবে নজরদারির জন্য সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মোট ২১ জন সচিবকে এই দায়িত্ব বণ্টন করে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির পাশাপাশি জেলায় জেলায় নির্মীয়মান তাদের নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি প্রকল্পের স্বচ্ছতা এবং রূপায়নের সময়ানুবর্তিতা বজায় রাখতে এবার থেকে দফতরের আধিকারিকদের নিয়মিত সরেজমিনে জেলা পরিদর্শনে যেতে হবে। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখতে হবে। কীভাবে প্রকল্পগুলি চলছে তা সরাসরি বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে সরেজমিনে ঘুরে দেখতে হবে। সাম্প্রতিককালে বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে একাধিক ক্ষেত্রে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে।

নবান্ন সূত্রে খবর, এই ধরনের অভিযোগগুলির উপর লাগাম টানতেই এবার থেকে সচিবদের উপর দায়িত্ব বণ্টন করা হচ্ছে। উল্লেখ্য, ১০০ দিনের কাজ নিয়ে বার বার বিরোধী দলগুলি অভিযোগ তুলে এসেছে। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন ১০০ দিনের কাজে দুর্নীতির কথা। প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু নালিশ জানিয়েছিলেন, “১০০ দিনের কাজ আসলে রাজ্যের শাসক দল তৃণমূলের ছোট ও মাঝারি স্তরের নেতা-কর্মীদের অবৈধ আয়ের উৎস। ১০০ দিনের কাজের টাকা বেরিয়ে যায়, অথচ বাস্তবে কোনও কাজ হয় না। ভুয়ো জব কার্জ হোল্ডারদের কাছে ১০০ দিনের কাজের টাকা চলে যায়। তার উপর শুধু কাজের নাম বদলে একই কাজ একাধিক বার দেখানো হয়।”এবার বিরোধীদের মুখের ওপর জবাব দিতেই নবান্নের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।