হাওড়া, ২১ মে:- চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি ঘটল হাওড়ার গোলাবাড়ির এইচআইটি ব্রিজে। অ্যাম্বুলেন্সের এক্সেল ভেঙে চাকা খুলে ছিটকে গিয়ে লাগে উল্টোদিক থেকে আসা অটোতে। যাত্রী নিয়েই রাস্তার উপর উল্টে যায় অটোটি। তিনজন জখম হন। গুরুতর জখম হন অটোর এক মহিলা যাত্রী। তবে, ভাগ্যক্রমে রক্ষা পান অ্যাম্বুলেন্সের রোগী। অটোরিক্সার চালকও দুর্ঘটনায় জখম হন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে গোলাবাড়ির এইচআইটি ব্রিজের উপরে। হাওড়া স্টেশনের দিক থেকে অপারেশান করা রোগী নিয়ে গোলাবাড়ির দিকে যাওয়ার সময়ে একটি অ্যাম্বুলেন্সের বাঁদিকের পিছনের চাকা খুলে যায়।
সেই খুলে যাওয়া চাকা উল্টো দিক থেকে আসা সালকিয়া থেকে হাওড়া ময়দানগামী একটি অটোরিক্সায় ধাক্কা মারে। অটো উল্টে বেলুড়ের নতুন বাজারের বাসিন্দা এক মহিলা যাত্রী গুরুতর আহত হন। অটোয় থাকা বাকি দুই যাত্রী এবং অটোচালকেরও আঘাত লাগে। ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি ট্রাফিক পুলিশ। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার জেরে ব্রিজে যানজট তৈরি হয়।









