হুগলি, ১৯ মে:- গত কয়েক মাসে চুৃঁচুড়া থানা এলাকার গঙ্গার ঘাট গুলোতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে অনেকের। সাহাগঞ্জ থেকে উত্তর চন্দননগরের তুলোপট্টি ঘাট সব ঘাটেই কম বেশি দূর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে এই পরিদর্শন। বিপদজনক ঘাট লিখে ব্যানার টাঙানো হয়েছে কয়েকটি ঘাটে। স্নান করতেও নিষেধ করা হয়েছে।
মাইক প্রচার করা হবে কাল থেকে। নেশাগ্রস্থ অবস্থায় অনেক সময় জলে নেমে তলিয়ে যায় অনেকে। সেগুলো যাতে না হয় দূর্ঘটনা রুখতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুরসভার চেয়ারম্যান অমিত রায়। পরিদর্শনে ছিলেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী, চুৃঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী সহ সরকারী আধিকারীকরা।