এই মুহূর্তে জেলা

উদ্বোধনের পরেও বাস ডিপোতে ঝুলছে তালা, বিক্ষোভ স্থানীয়দের।

মালদা, ১৭ মে:- পরিবহন মন্ত্রীর হাতে উদ্ধোধনের পরে দু কোটি টাকা বরাদ্দে নির্মিত সরকারি বাস ডিপোতে ঝুলছে তালা। সব পরিকাঠামো থাকা সত্তেও আজও চালু হলনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদহের চাঁচলের কলিগ্রাম ডিপো। ঝাঁ-চকচকে তালাবন্ধ ডিপোতে এখন অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠেছে। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ওই ডিপো চালুর দাবিতে সরব হয়েছেন তারা। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উল্লেখ্য, মাস ছয়েক আগে চাঁচলের কলিগ্রামে এসেছিলেন রাজ‍্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। নারকেল ফাটিয়ে, বাস চালিয়ে তিনি উদ্বোধন করেছিলেন কলিগ্রামে নবনির্মিত বাস ডিপো।জানিয়েছিলেন, পরদিন থেকেই এই ডিপো থেকে সরকারি বাস যাত্রী নিয়ে চলাচল করবে। কিন্তু এখনো পর্যন্ত ডিপো চালু না হওয়ায় সমস‍্যার সম্মুখীন হচ্ছেন কলিগ্রাম, খরবা, মতিহারপুর সহ ওই এলাকার মানুষজন।

প্রতিদিন বহুযাত্রী বাক্স প‍্যাঁটরা নিয়ে বাস ধরতে আসলেও নজরে আসছে সদর দরজায় তালা ঝুলছে। কলিগ্রামের নতুন ডিপোটিতে যাবতীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। রয়েছে যাত্রীদের যাবতীয় স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা, রয়েছে ডিপো, ওয়ার্কশপ, এমনকি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জ্বালানি তেলের পাম্পও এবং যাত্রীনিবাস। মন্ত্রী ডিপোর উদ্বোধন করে কলকাতা ফিরে গিয়েছেন। তাপরেই তালা পড়েছে অন্তত দু’কোটি টাকায় নির্মিত সেই বাস ডিপোতে বলে অভিযোগ। অবিলম্বে কলিগ্রাম ডিপো চালূ করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে নবনির্মিত বাস ডিপোর মূল ফটকের সামনে ফেস্টুন হাতে নিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন তারা। উদ্ধোধনের পরেও কেন চালু হয়নি বাস ডিপো? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাঁচল বাস ডিপোতে গেলে উত্তর থাকলো অধরা।সংবাদমাধ‍্যমকে প্রতিক্রিয়া না দিয়ে মুখে কুলুপ এটেছেন ডিপোর আধিকারিক জগেশ চন্দ্র বর্মন।