উঃ২৪পরগনা, ১৬ মে:- দিনেদুপুরে শুট আউট। আজ দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ ব্যারাকপুর বারাসাত রোড একটি নামী বিরিয়ানির দোকানে আচমকাই দুজন বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। দুটো গুলি রাস্তায় চালায় এবং তিনটি গুলি দিকে লক্ষ করে চালায় তারমধ্যে একটি গুলি লাগে দোকানের কর্মচারী প্রদিপ সিং এর বুকে।
অপর গুলিটি লাগে দোকানে বিরিয়ানি নিতে আসা কাস্টমারের হাতে প্রশ্ন হচ্ছে এরকম একটি জনবহুল জায়গায় দিনে-দুপুরে এইভাবে গুলি চালানো একটি প্রতিষ্ঠিত বিরিয়ানির দোকান কে লক্ষ্য করে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রদিপ সিং কে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা করে তাকে পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।