এই মুহূর্তে জেলা

ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে হাওড়ার হোসিয়ারি কারখানায় উত্তেজনা। কারখানার সামনেই মৃতদেহ রেখে বিক্ষোভ।

হাওড়া, ১৫ মে:- ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে হাওড়ার হোসিয়ারি কারখানায় উত্তেজনা। কারখানার সামনেই মৃতদেহ রেখে বিক্ষোভ। রবিবার ভোররাতে হাওড়ার ধূলাগোড়ের জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটে একটি হোশিয়ারি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে।

কারখানার অন্যান্য ঠিকা শ্রমিকদের অভিযোগ, ভোররাতে ঘটনাটি ঘটলেও ঘটনা ঘটার দীর্ঘক্ষণ পরেও কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠানোর কোনওরকম ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে কারখানার সামনেই মৃতদেহ রেখে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এখনও সেখানে উত্তেজনা রয়েছে।