এই মুহূর্তে কলকাতা

বিয়ার বিক্রিতে গত দু’মাসে সর্বকালীন রেকর্ড গড়লো রাজ্য।

কলকাতা, ১৪ মে:- গত দু’মাসে রাজ্যে বিয়ারের বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ল।মার্চ মাস থেকে চলতি মে মাস পর্যন্ত শুধুমাত্র বিয়ার বিক্রী করে চারশো কোটি টাকারও বেশি লাভ করেছে রাজ্যের আবগারি দফতর। সূত্রের খবর এতোদিন গ্রীষ্মের সময় মোটামুটি ভাবে দশলক্ষ্য কেস বিয়ার বিক্রী হতো সারারাজ্যে যা এইবছর সব রেকর্ড কে ছাপিয়ে গিয়েছে। এইবছর রাজ্যে বিগত এই তিনমাসে প্রতিদিন গড়ে বিক্রী হয়েছে কুড়ি লক্ষ কেসেরও বেশি বিয়ার। যা সর্বকালীন রেকর্ড। যার থেকে প্রায় চারশো কোটি টাকারও বেশি লাভের মুখ দেখেছে রাজ্যের আবগারি দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই ঘর্মাত্বক পরিস্থিতি এখনও বজায় থাকবে আরও বেশকিছুদিন। ফলে রাজ্যের ভাঁড়ারে যে আরও লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা।

পাশাপাশি এই গরমে সাধারণ মানুষ যেভাবে এই বিয়ারকে তাঁদের নিজের এক অন্যতম সঙ্গী বানিয়েছে যা সত্যিই এক আশ্চর্য্যের বিষয়, কিন্তু সবকিছুর পরেও মানুষ এখন বিয়ারের প্রতি ঝোঁক বাড়িয়ে চলেছে বলেই আবগারি দফতর সূত্রে খবর, না হলে এইভাবে সর্বকালীন রেকর্ড সৃষ্টি হতো না। দফতরের এককর্তা জানিয়েছেন, এরফলে রাজ্যে নতুন করে আরও ম্যানুফ্যাক্চারিং ইউনিট গড়ে উঠবে, যেখান থেকে অনেকেরই ছোটো হলেও একটা কাজের সন্ধান মিলবে। রাজ্য আবগারি দফতরের পক্ষ থেকে বেসরকারি কোম্পানিগুলোর কাছে আরও নতুন ইউনিট তৈরীর আবেদন জানানো হয়েছে। তার কারণ,চলতি মাসেই চাহিদার তুলনায় যোগানে বেশকিছুটা ঘাটতি দেখা গিয়েছিল যা বর্তমানে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। তবে যেভাবে প্রতিদিন এই বিয়ারের চাহিদা বেড়ে চলেছে গোটা রাজ্য জুড়ে তাতে আবগারি দফতরের ধারণা সারাবছর এই ধারাকেই তাঁরা ধরে রাখতে সক্ষম হবেন।