কলকাতা, ১৪ মে:- শুরুতেই ‘সুপারহিট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল। তাঁর হাতেই ৫ মে আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর মাত্র ৭ দিনে সেখানে জমা পড়ল ৪২ হাজার আবেদন। তার মধ্যে ৩৩ হাজার আবেদনের ইতিমধ্যে নিষ্পত্তি করে ফেলল রাজ্য সরকার। এর মধ্যে ২২ হাজার ছিল জন্মের শংসাপত্র। ১১ হাজার ছিল ডেথ সার্টিফিকেট সংক্রান্ত। জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপলোড হয়ে গেল সবগুলি সার্টিফিকেটই। বাড়ির লোকজন প্রয়োজনমতো ডাউনলোড করতে পারবেন শংসাপত্রগুলি।
পোর্টালটির কাজের অগ্রগতি, সুবিধা-সমস্যা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে আজ, শনিবার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কলকাতা পুরসভাও এই পোর্টালের মাধ্যমেই অনলাইন বার্থ সার্টিফিকেট ইস্যু করার উদ্যোগ নিয়েছে। যদিও কলকাতা পুর এলাকার বাসিন্দা কারও কলকাতাতে মৃত্যু হলে, ডেথ সার্টিফিকেট মিলবে সৎকারস্থল থেকেই। আর কলকাতা পুর এলাকার সরকারি হাসপাতালের ক্ষেত্রে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট মিলবে হাসপাতাল থেকেই। এছাড়া কলকাতা পুর এলাকার বাসিন্দা কারও নিজের বাড়িতে বা প্রাইভেট হাসপাতালে জন্ম হলে, সংশ্লিষ্ট প্রাইভেট হাসপাতাল পোর্টালের মাধ্যমে সেই তথ্য জানাবে কলকাতা পুরসভাকে। পুরসভা সেই তথ্য পোর্টালে তুলে দেবে।