এই মুহূর্তে জেলা

অফিস টাইমে বাসের দেখা নেই। ভোগান্তি হাওড়ার নিত্যযাত্রীদের।

হাওড়া, ১৩ মে:- অফিস টাইমে হাওড়া স্টেশনে কম সংখ্যায় বাস চলছে বলে অভিযোগ বাস যাত্রীদের। তাদের অভিযোগ, সরকার বেসরকারি বাসগুলোতে ভাড়া না বাড়ানোয় অধিকাংশ বাস মালিক বাস নামাচ্ছেন না। ফলে শহরের রাস্তায় বাস মিনিবাস বেসরকারি বাস সংখ্যায় অনেক কম চলছে। এর জেরে নিত্যযাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে অফিসে যাওয়ার সময় কম বাস থাকায় প্রতিটি বাসেই মানুষের বাদুড়ঝোলা ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বাস না পেয়ে অনেকেই অসুবিধার মধ্যে পড়েছেন। বাসযাত্রীদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারের বিষয়টি দেখা উচিত। কারণ যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে সেইভাবে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হয়নি। ফলে বাসের ভাড়া না বাড়ানোয় বাস মালিকরা অধিকাংশ বাস রাস্তায় নামাচ্ছেন না। আর এর জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। তাই তারা চান প্রয়োজনে বাসের ভাড়া বাড়ানো হোক এবং পর্যাপ্ত সংখ্যায় বাস চলুক।