সুদীপ দাস, ১১ মে:- হাওড়া-বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইনের কাজের জন্য ১৪ দিন ৪ ঘন্টা করে ট্রেন বন্ধ থাকবে। হুগলী স্টেশন থেকে মগরা স্টেশন এর মধ্যে ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইনের কাজ প্রায় শেষের পর্যায়ে। তবে বাকি রয়েছে ইন্টারলকিং সিস্টেম ও ক্রসিংয়ের কাজ। সেই সমস্ত কাজের জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে আগামী ১৩ই মে থেকে ২৬শে মে পর্যন্ত প্রতিদিন ৪ ঘণ্টা করে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ওই কাজের জন্য সেই চার ঘন্টায় হুগলি থেকে মগরা পর্যন্ত কোনো রকমের গাড়ি চলাচল করবে না। হাওড়া থেকে ওই চার ঘণ্টার মধ্যে ব্যান্ডেল আসার যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িগুলি চুঁচুড়া স্টেশনে যাত্রা শেষ করে পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে।
ঠিক একইভাবে বর্ধমান থেকে ওই সময়ের মধ্যে যে সমস্ত গাড়ি ব্যান্ডেল এর উদ্দেশ্যে আসবে সেই সমস্ত গাড়িগুলি মগরা স্টেশনে যাত্রা শেষ করে পুনরায় বর্ধমানের উদ্দেশ্যে ফিরে যাবে। অপরদিকে কাটোয়া থেকে ব্যান্ডেল আসার সময় যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেই সমস্ত গাড়িগুলি ত্রিবেণী স্টেশনে যাত্রা শেষ করে ত্রিবেণী থেকে কাটোয়ার উদ্দেশ্যে পুনরায় ফিরে যাবে। এই কাজের জন্য ৬৮ টি ইএমইউ লোকাল ট্রেন বারোটি মেল-এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি তিনটি মেল এক্সপ্রেস এবং দুটি মেমু কালকে তাদের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।