এই মুহূর্তে জেলা

অশনির অশনি সংকেতে সদা তৎপর হুগলি- চুঁচুড়া পৌরসভা।


সুদীপ দাস, ১০ মে:- অশনির অশনি সংকেতে সদা তৎপর হুগলী-চুঁচুড়া পৌরসভা। খোলা হলো বিশেষ কন্ট্রোল রুম। এই পুরসভার একাধিক ওয়ার্ডে গঙ্গা তীরবর্তী এলাকায় বসতি রয়েছে। সেইসমস্ত ওয়ার্ডে আলাদা আলাদা উদ্ধারকারী দল তৈরী করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ওয়ার্ডেও বিপর্যয় এলে তড়িঘড়ি পৌরসভার মোকাবিলা দল পৌঁছে যাবে। পুরসভার উপ-পুরপ্রধান পার্থ সাহার মোবাইল নম্বর 8013465315-এ কল করলেই সাধারন মানুষ পরিষেবা পাবেন।

এদিন পুরসভার স্বাস্থ্য দপ্তরে খোলা এই বিশেষ কন্ট্রোল রুমে গিয়ে দেখা গেলো উদ্ধারকারী দল তৈরী রয়েছে। টেবিলে সাজানো রয়েছে দড়ি, টর্চ লাইট, কোদাল, দ্রুত গাছ কাটার যন্ত্র সহ উদ্ধার কার্যে ব্যাবহৃত বিভিন্ন সামগ্রী। এ বিষয়ে পুরসভার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জয়দেব অধিকারী বলেন সম্প্রতি আমফান বিপর্যয়ে আমরা কাজ করেছি। বিপর্যয় হলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা মোকাবিলা করবো। অন্যদিকে, ঝড়-বৃষ্টি এলে সাধারন মানুষকে নিরাপদ জায়গায় থাকার বার্তা দেন হুগলী-চুঁচুড়া পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা।