এই মুহূর্তে জেলা

অশনি’র মোকাবিলায় হাওড়া পুরসভায় চালু হল ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। দুর্যোগের পরিস্থিতি নজরে রেখেই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

হাওড়া, ১০ মে:- হাওড়া পুরসভা, জেলা প্রশাসনের তরফ থেকে অশনি সতর্কতায় কন্ট্রোল রুম খোলা হলো। ২৪ ঘন্টাই চালু থাকবে কন্ট্রোল রুম। সেখানে বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে। সিইএসসি, ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ একাধিক দফতরের কর্মীরা তৎপরতার সঙ্গে ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন। পুরসভা সূত্রে জানা গেছে, কন্ট্রোল রুম ২৪ ঘন্টার জন্য খোলা থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। সেখানে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ ৩ জন কর্মী কর্মরত থাকবেন। কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য একটি নম্বর দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। ড্রেনেজ সাফাইয়ের এর সাথে যুক্ত কর্মীদের তৈরি রাখা হয়েছে। এছাড়াও ড্রাই ফুড, জলের পাউচ, ত্রিপল মজুত রাখা হয়েছে। পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে আগামী তিন দিনের জন্য। শহরে জল জমলে সে ক্ষেত্রে বিদ্যুৎবাহিত হয়ে কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য সিইএসসি-র সাথে যোগাযোগ রেখে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কন্ট্রোল রুমের নম্বর হল ৬২৮৯২২৩২৮৭১। কন্ট্রোল রুমে একজন সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, ১ জন গ্রুপ ডি স্টাফ এবং ১ জন ক্ল্যারিকাল স্টাফ থাকবেন। এছাড়া মঙ্গলাহাট সহ বিভিন্ন বাজার এলাকায় মাইকে প্রচার করা হবে এই দুর্যোগের ব্যাপারে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীদের কোথাও যদি গাছ পড়ে যায় অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এছাড়া সিইএসসির সঙ্গে কথা বলা হয়েছে। তাদের পক্ষ থেকে কোথাও যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয় সেই ব্যাপারে তারাও মানুষকে সজাগ করার জন্য মাইকিং করবেন। পুরসভা সূত্রের খবর শুকনো ফল, পানীয় জলের পাউচ, ত্রিপল পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হয়েছে। এছাড়া সাফাই বিভাগের টিমকে বলে ম্যানহোলগুলোকে খোলার ব্যবস্থা করা হয়েছে যাতে জল জমলে দ্রুত জল বেরিয়ে যায়। ১০-১২ মে পর্যন্ত পুরনিগমের সমস্ত দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কনজারভেন্সি টিমকে নির্দেশ দেওয়া হয়েছে আপদকালীন অবস্থায় নিকাশি নালা পরিষ্কারের প্রয়োজন হলে তাঁরা দ্রুত যাতে তা করেন।