এই মুহূর্তে জেলা

বিক্ষুদ্ধদের বলি দিয়ে অমিত শাহকে ভেট দিচ্ছে বিজেপি, চুঁচুড়ায় কুণাল।


সুদীপ দাস, ৬ মে:- বিক্ষদ্ধদের বলি দিয়ে অমিত শাহকে ভেট দিচ্ছে বিজেপি। শুক্রবার চুঁচুড়ায় এসে এমনই মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তৃণমূলের হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এক সমাবেশ আয়োজিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি দলের জেলা সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী, তপন দাশগুপ্ত, অসিত মজুমদার, অসীমা পাত্রের মত জেলা তৃণমূলের বিধায়ক সহ তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার আগে চুঁচুড়ার খাদিনামোড় থেকে এক পদযাত্রা বের হয়। পদযাত্রা তোলাফটক, খড়ুয়াবাজার হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে সমাপ্ত হয়। সেখানে উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গতঃ শুক্রবার সকালেই কাশীপুর বিধানসভা এলাকার বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুঃষ্কৃতিরাই অর্জুনকে খুন করেছে। রাজ্যে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পৌঁছে যান কাশীপুরে। শুক্রবার তাই কাশীপুর কান্ড নিয়ে দিনভর রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এর মধ্যেই এদিন চুঁচুড়ায় দলীয় কর্মসুচিতে উপস্থিত হন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাই এদিন নেতৃত্বদের বক্তব্যেও উঠে আসে কাশীপুর প্রসঙ্গ। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন কাশীপুরে প্রান হারানো যুবক বিজেপির বিক্ষুদ্ধ কর্মী ছিলেন। তান্ত্রিকরা নরবলি দিতেন। বিজেপি এখন বিক্ষুব্ধদের বলি দিয়ে অমিত শাহকে ভেট দিচ্ছেন। পাশাপাশি কুণালবাবু বলেন অমিত শাহ যদি কাশীপুরে চলে যান তাহলে ওঁনার উত্তরপ্রদেশে প্রত্যেক বাড়িতে যাওয়ার কথা। কারন উত্তরপ্রদেশে প্রতিদিনই খুন-ধর্ষনের মত ঘটনা ঘটে। এদিকে কাশীপুর কান্ডে অমিত শাহের সিবিআই তদন্ত চাওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন নারদা কান্ডে সিবিআই রিপোর্টে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। অমিতবাবু তাও শুভেন্দুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দিল্লীর সিবিআই এখন বিজেপির শাখা সংগঠনে তৈরী হয়েছে।