এই মুহূর্তে কলকাতা

এসএসসির আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস মুখ্যমন্ত্রীর।


কলকাতা, ৩ মে:- এসএসসির আন্দোলনকারী চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইদের সকালে এক পুলিশ কর্তার মাধ্যমে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন অবস্থানরত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি নিজে তাঁদের সমস্যার সমাধান সূত্র খুঁজবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে এদিন সকালে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের মাঝে হঠাৎই এসে হাজির হন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। তিনি আন্দোলনকারীদের বলেন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে ফোনে কথা বলতে চান। তারপরেই ওই পুলিশ আধিকারিকের ফোনেই আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের নিয়োগের আশ্বাস দিয়েছেন। আন্দোলনকারীরাও মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে হাতে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস মেলার কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষা দফতরের আধিকারিকরা আন্দোলনরত কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন। দুপুরে দফতরের দুই আধিকারিক ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কতজন চাকরি পাননি, আন্দোলনরত মোট কতজন চাকরি প্রার্থী আছেন এইসব সহ আরও কয়েকটি বিষয়ে তাদের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়। এরপরে শিক্ষা দফতরের আধিকারিকরা চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন বলে জানা গিয়েছে। আরও এক দফায় আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার তাদের বিকাশ ভবনে যেতে বলা হয়েছে।