কলকাতা, ২৬ এপ্রিল:- রাজ্য পুলিশের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল করল নবান্ন। পাঁচ জেলার পুলিশ সুপার বদলের পাশাপাশি আইজি, ডেপুটি পুলিশ সুপার কমিশনারেট গুলির ডেপুটি কমিশনার স্তরেও বেশ কিছু রদবদল করা হয়েছে। নবান্নের তরফে বলা হয়েছে, এটা রুটিন বদল। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা অনুযায়ী মালদহের পুলিশ সুপার হচ্ছেন প্রদীপ কুমার যাদব।
অমিতাভ মাইতির জায়গায় তাঁকে পাঠানো হচ্ছে। বারুইপুরের পুলিশ সুপার ছিলেন বৈভব তিওয়ারি। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রীমতী পুষ্পা। ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় এই জেলার পুলিশ সুপার হচ্ছেন ধৃতিমান সরকার। রানাঘাটের পুলিশ সুপার ছিলেন সায়ক দাস। তাঁর জায়গায় যাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার পুলিশ সুপার ছিলেন ধৃতিমান সরকার। তাঁর জায়গায় যাচ্ছেন বারুইপুর থেকে বৈভব তিওয়ারি।