এই মুহূর্তে জেলা

দ্বিতীয় ধাপের লক্ষ্মীর ভান্ডারে ১.৩ লক্ষ উপভোক্তা হুগলীতে।


সুদীপ দাস, ২০ এপ্রিল:- বুধবার লক্ষ্মীর ভান্ডারের ২য় ধাপে সমগ্র রাজ্যে মোট ৫লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পৌঁছে গেলো। এর মধ্যে শুধু হুগলী জেলার উপভোক্তার সংখ্যা ১লক্ষ ৩০হাজার। বুধবার কোলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র রাজ্যে লক্ষ্মী ভান্ডারের প্রতিকী চেক বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হুগলী জেলার সদর শহর চুঁচুড়া রবীন্দ্রভবনে চেক বিতরনের অনুষ্ঠান আয়োজিত হয়।

এদিন এখান থেকে প্রতিকী হিসাবে মোট ৮৮৯জনের হাতে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ডাঃ রত্না দে নাগ ও বেচারাম মান্না, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, হুগলী জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, জেলাশাসক মনমীত নন্দা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ সরকারী আধিকারিকরা। উপস্থিত সকলে উপভোক্তাদের হাতে প্রতীকি চেক তুলে দেন। লক্ষ্মীর ভান্ডারে নাম নথিভুক্ত হওয়ায় খুশি উপভোক্তারা।