এই মুহূর্তে কলকাতা

রেশন ব্যবস্থায় স্বনির্ভর গোষ্ঠী ও সমবায় সংস্থাগুলিকে যুক্ত করার পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্য সরকার রেশন ব্যবস্থায় স্বনির্ভর গোষ্ঠী ও সমবায় সংস্থা গুলিকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। খাদ্যদফতর ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কোনও জায়গায় রেশন ডিলারের মৃত্যু বা অন্য কোনও কারণে ডিলারশিপ ফাঁকা হলে সংশ্লিষ্ট গ্রাহকদের স্বনির্ভর গোষ্ঠী, সমবায় সংস্থা, বা কোনও সরকারি সংস্থার মাধ্যমে তাঁদের খাদ্যসামগ্রী দেওয়া হবে। ছ’মাস এই ব্যবস্থা চালানো যাবে। তার মধ্যে নতুন ডিলার না-পাওয়া গেলে সময়সীমা বাড়িয়ে অনির্দিষ্টকালও করার সুযোগ থাকছে।খা্দ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত্যুজনিত বা অন্য কোনও কারণে রেশনের ডিলারশিপ ফাঁকা হলে সেখানকার গ্রাহকদের এলাকারই অন্য কোনও ডিলারের সঙ্গে যুক্ত করা হয়।

এতে গ্রাহকদের নানা সমস্যা হয়। পাশাপাশি ডিলারদের উপর চাপ বাড়ে। সেকারণেই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে গণবন্টন ব্যবস্থায় শামিল করার এই উদ্যোগ বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই মূহুর্তে রাজ্যে কত রেশন ডিলারের পদ খালি আছে তা দেখতে খাদ্যদফতর এই সংক্রান্ত তথ্য অনলাইনে আপডেট করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।রাজ্যে বর্তমানে ২১ হাজার রেশন ডিলার রয়েছে। এর মধ্যে মৃত, সাসপেন্ড বা বাতিল হয়ে যাওয়া ডিলারদের চিহ্নিত করতে বলা হয়েছে। কেউ ডিলারশিপ ছেড়ে দিলে সে সংক্রান্ত সর্বশেষ তথ্য চলতি মাসের মধ্যেই খাদ্যদফতরের পোর্টালে তুলে দিতে বলা হয়েছে।