এই মুহূর্তে জেলা

ডিজিটালাইজ পদ্ধতিতে এবার থেকে কাজ হবে পুরসভার বিল্ডিং বিভাগে।

হাওড়া, ৮ এপ্রিল:- তথ্যপ্রযুক্তির হাত ধরে এবার হাওড়া পুরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্টের যাবতীয় ফাইলপত্র সংরক্ষিত থাকবে নিজস্ব সার্ভারে। আজ থেকেই দপ্তরের কাজ পুরোপুরি ডিজিটালাইজ করা হলো। এর ফলে বহু পুরাতন ফাইলপত্র হারানো বা ফাইলপত্র সরানোর মতো অভিযোগ আর থাকবে না। বহু পুরাতন ফাইল বের করা সম্ভব হবে একনিমেশেই। শুক্রবার দুপুরে হাওড়া পুরভবনে বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজিটালাইজ কর্মপদ্ধতির সূচনা হয়। উপস্থিত ছিলেন কমিশনার, ডেপুটি কমিশনার, প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন সহ বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা।