কলকাতা, ৩ এপ্রিল:- আধার এবং মোবাইল নম্বর সংযুক্তি করণে এরাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ডাক বিভাগের প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে,রাজ্যে আধার মোবাইল সংযোগের হার প্রায় ৮৬ শতাংশ। যা গোটা দেশের মধ্যে সর্বাধিক। রাজ্য হিসেবে সার্বিকভাবে আধার মোবাইল সংযোগে এগিয়ে থাকার সঙ্গে সঙ্গে জেলাওয়ারী পরিসংখ্যানের নিরিখেও এরাজ্যের তিনটি জেলা গোটা দেশের মধ্যে এগিয়ে রয়েছে। এই কাজে দেশের মধ্যে সেরা এরাজ্যের মুর্শিদাবাদ জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা ও তৃতীয় নদীয়া।
প্রশাসনিক সূত্রের দাবি আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার ব্যাপারে এ রাজ্যে প্রথম স্থানে থাকার পিছনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিরাট ভূমিকা রয়েছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত প্রকল্পেই আধার মোবাইল নম্বর সংযুক্তি বাধ্যতামূলক। রাজ্যের সিংহ ভাগ মানুষই সরকারি এইসব প্রকল্পের সুযোগ পাচ্ছেন। তাই আধার মোবাইল সংযোগের ক্ষেত্রে বিপুল গতি এসেছেন ২০২১-’২২ আর্থিক বছরে দেশজুড়ে আধার কার্ড আপডেট ও সংশোধনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২ কোটি ৯০ লক্ষ। পশ্চিমবঙ্গের লক্ষ্যমাত্রা ছিল ১১ লক্ষ ৯৪ হাজার। সেখানে অর্থবর্ষ শেষে শুধু এরাজ্যেই ১ কোটি ১ লক্ষ ৬৯ হাজার আধার সংশোধন ও আপডেট হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়।