কলকাতা, ১ এপ্রিল:- করোনা অতিমারী জনিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিলেও রাজ্য সরকার অতিমারীর সময় জারি থাকা ব্যয় সংকোচের নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে শুরু হওয়া ২০২২-২৩ অর্থবর্ষেও এই নিয়ন্ত্রণ বিধি চালিয়ে যাওয়ার কথা অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও প্রকল্পের জন্য ৩০ লক্ষ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের আর্থিক উপদেষ্টার অনুমোদন নিয়ে খরচ করা যাবে। বাজেটে অনুমোদন থাকলেও তার থেকে বেশি টাকা খরচের জন্য অর্থদপ্তরের ছাড়পত্র নিতে হবে। বেতন,
ভাতা-সহ মোট ১৫টি ক্ষেত্রে খরচের ব্যাপারে বিশেষ অনুমোদন দিয়ে একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্যে সরকারি কর্মীদের চিকিৎসা খরচের বিল, স্বাধীনতা সংগ্রামীদের পেনশন, কর্মীদের এলটিসি প্রভৃতি আছে। পাশ হওয়া অর্থ বিলে রাজ্যপালের অনুমোদন মেলার পর অর্থদপ্তর বিভিন্ন সরকারি খাতে টাকা বরাদ্দের বিজ্ঞপ্তি জারি করল। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে ২০২০ সালের মার্চে সরকারি খরচের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। ওইসব বিধিনিষেধের মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়িয়ে অর্থদপ্তর গত ৪ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিধি নিষেধ নতুন অর্থ বছরেও চালু থাকবে বলে জানানো হয়েছে।