সুদীপ দাস, ৩১ মার্চ:- বিজেপিতে যাওয়া হুগলী জেলা পরিষদের ৫সদস্যের সদস্যপদ খারিজ হয়ে গেলো। ৫জনের পাশাপাশি মালা সাহা নামে আর এক সদস্য মারা যাওয়ায় এই মুহুর্তে মোট ৪৪জনের সদস্য রইলো ৫০আসন বিশিষ্ট হুগলী জেলা পরিষদের। ২০১৮সালের পঞ্চায়েত নির্বাচনে হুগলী জেলা পরিষদের ৫০টি আসনই দখল করে তৃণমূল কংগ্রেস। এরমধ্যে অনেক আসনই বীনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলো তৃণমূল। কিন্তু ২০১৯-এ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থান হতেই তৃণমূল শিবিরে ভাঙন শুরু হয়। যেই ভাঙন চলতে থাকে ২০২১-এর বিধানসভা নির্বাচনের দোরগোড়া পর্যন্ত। হুগলী জেলা পরিষ থেকে একে একে বিজেপিতে যোগদান করা শুরু করে।
জেলা পরিষদের সহ-সভাধিপতি সুমনা সরকার, সমীরন মিত্র, শৈলেন সিংহ, শম্পা দাস ও মনিদীপা দাস বিজেপিতে যোগদান করে। সমীরন মিত্র ইস্তফা দিয়ে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়ানোয় তাঁর সদস্যপদ তখনই খারিজ হয়ে যায়। বাকি ৪জনের পদ এখন খারিজ হলো।মালা সাহা নামে একজন তৃণমূল সদস্য ইতিমধ্যে মারা যান। বিজেপিতে যাওয়া ৫সদস্যের সদস্যপদ খারিজের জন্য বাকি ৪৪জন সদস্য আবেদন জানান। অবশেষে বর্ধমান ডিভিশনের কমিশনার সেই আবেদন মোতাবেক বিজেপিতে যাওয়া ৫সদস্যের সদস্যপদ খারিজ করে দিলেন। ওই সদস্যদের দপ্তরের সামনে থাকা নেম প্লেট বৃহস্পতিবার ঢেকে দেওয়া হয়। এই মুহুর্তে ৫০আসন বিশিষ্ট হুগলী জেলা পরিষদের সদস্য পদে বহাল রইলেন ৪৪জন। সকলেই তৃণমূল কংগ্রেসের।