এই মুহূর্তে জেলা

বালি এলাকায় পুলিশের বিশেষ অভিযান , ধৃত কুখ্যাত দুষ্কৃতি , উদ্ধার আগ্নেয়াস্ত্র।

হাওড়া, ৩০ মার্চ:- হাওড়ার বালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত এক দুষ্কৃতিকে অস্ত্র সহ পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে দেশী পাইপগান সহ ১২ বোরের লাইভ কার্তুজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। আর সেই নির্দেশমতো গত কয়েকদিনে লাগাতার অভিযান চালিয়ে পুলিশ হাওড়া সিটি পুলিশের উদ্যোগে বেশ কিছু বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে হাওড়ার বালি থানার পুলিশ বেআইনি অস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

বালি থানার পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে একটি তথ্যের ভিত্তিতে বালি থানার এসআই রাজু কুমার ঘোষ, এএসআই শুভদীপ ঘোষ এবং পুলিশের বাহিনী অভিযান চালিয়ে নিশ্চিন্দার বেলানগর রেলগেট এলাকার বাসিন্দা রবি রাস্তোগি (২০) নামের এক অপরাধীকে গ্রেপ্তার করে। বালি থানার অধীনে বালি জুট মিলের পাশে মালগুদাম ঘাট থেকে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে পুলিশ একটি অত্যাধুনিক দেশী পাইপগান যার তির্যক দৈর্ঘ্য প্রায় ৯.৫ ইঞ্চি, ট্রিগার, চেম্বার, হাতুড়ি, কাঠের ফিটিং বাট, বডি, ব্যারেল, ফায়ারিং পিন কাজ করার অবস্থায় এবং চার রাউন্ড ১২ বোরের লাইভ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এলাকার দাগী অপরাধী বলে পুলিশ জানিয়েছে।