এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় কোথাও পিকেটিং আবার কোথাও মিছিল করে দোকানপাট বন্ধ করলো বনধকারীরা।

হুগলি, ২৯ মার্চ:- খোলা ছিল ব্যাঙ্ক এল আই সি পোস্ট অফিস। সাধারন ধর্মঘটের দ্বিতীয় দিনে বামপন্থীর চুৃঁচুড়ায় মিছিল করে গিয়ে বন্ধ করল কোথাও আবার পিকেটিং করে সাধারন মানুষকে তাদের দাবী জানালো। কেন্দ্রীয় নীতি সহ তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুদিনের সারা ভারত সাধরন ধর্মঘটে সাধারন জনজীবনে সেই ভাবে প্রভাব দেখা যায়নি। আর পাঁচটা সাধারন দিনের মতই স্বাভাবিক জনজীবন। তবে নিজেদের দাবী ও কেন্দ্র রাজ্য সরকারের নীতির প্রতিবাদে মিছিল করে বামপন্থীরা। আজ দ্বিতীয় দিনে চুঁচুড়া আখন বাজার থেকে মিছিল শুরু হয়।

ক্রকেড লেনে এস বি আই ব্যাঙ্কের প্রধান শাখা খোলা ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়। পাশেই এল আই সি অফিস সেটিও খোলা ছিল গেট বন্ধ করে লাল ঝান্ডা লাগিয়ে দেয় হরতাল সমর্থকরা। এরপর বড় বাজারে জেলার প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ করে। ট্রেজারী অফিস,হুগলি জেলা পরিষদের প্রশাসনিক ভবন হয়ে ঘরির মোর দিয়ে নেতাজী সুভাষ রোড ধরে মিছিল আমরা তলা গলিতে পৌঁছায়। সেখানে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক খোলা ছিল তাও বন্ধ করে দেয় বাম কর্মিরা। এরপর মিছিল বাস স্টান্ড হয়ে আবার আখনবাজারের দিকে এগিয়ে যায়।