এই মুহূর্তে জেলা

বন্ধ শ্যামনগর নর্থ জুটমিলের গেটে ধর্নায় শ্রমিকরা।


হুগলি, ২৭ মার্চ:- তিন মাস ধরে ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুটমিল বন্ধের কারনে মিলের দুটি গেটের সামনে ধর্ণায় বসেছে শ্রমিকরা। মিলের কোয়ার্টার থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছে না। এই আন্দোলন লাগাতার চলবে বলে শ্রমিকরা জানিয়েছে। এই জুটমিল বন্ধ হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে। কাজ হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক।

কিছুদিন আগে ডেপুটি লেবার কমিশনের অফিসে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল মিল খোলার দাবিতে। কিন্তু শ্রমিকদের দাবি মানেনি ম্যানেজমেন্ট। সাময়িক চালু হয়েছিল জরুরি বিভাগ। কিন্তু সেটাও বন্ধ হয়ে যায়। এর মধ্যে মিলের সিনিয়র প্রেসিডেন্ট চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছে। সেই কারনে মিল খোলার ব্যাপারে সংশয় রয়েছে শ্রমিক দের ম মধ্যে। কর্তৃপক্ষ চাইছে কম পয়সা দিয়ে মিল চালাতে।কিন্তু শ্রমিকরা সেটা হতে দেবেনা।