এই মুহূর্তে জেলা

বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর।

সুদীপ দাস, ২৭ মার্চ:- বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেলো দুই কিশোর। ঘন্টা কয়েকের তল্লাশির পর দু’জনের মৃতদেহ উদ্ধার। রবিবার দুপুরে অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কেওটা চুনি মিঁঞার ঘাটে। মৃতদের নাম গোলু পাশওয়ান (১৫) এবং অনিকেত প্রসাদ (১৬)। গোলু চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দুজনেরই বাড়ি ব্যান্ডেল লোকোপাড়া মানসপুর বস্তি এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার ব্যান্ডেল মনসপুর বস্তি এলাকা থেকে ৫কিশোর চুনি মিঁঞার ঘাটে স্নান করতে আসে। দুটি কলার ভেলা বানিয়ে তার উপরে উঠে খেলছিলো পাঁচজন।

বেশকিছুক্ষন পর দুই কিশোর পারে উঠে এলেও তিনজন তখনও খেলছিলো। হঠাৎ করেই ভেলাটি উল্টে গেলে তিনজনেই জলে পরে যায়। তড়িঘড়ি পারে থাকা স্থানীয়রা একজনকে তুললেও বাকি দুজন গঙ্গার জলে তলিয়ে যায়। এরপর ওই এলাকায় শুরু হয় তল্লাশি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ও তৃণমূলের পক্ষ থেকে জেলেদেরকে নামানো হয়। জাল ফেলে তল্লাশি শুরু করে জেলেরা। সেই জালেই এক এক করে দুজনের দেহ উদ্ধার হয়। দুজনকেই চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে ব্যান্ডেল মানসপুর এলাকায়।