সুদীপ দাস, ২৬ মার্চ:- জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটলো চুঁচুড়ার মোগলটুলি এলাকায়। মোগলটুলির ওই বাড়িতে গতকাল রাতে কেউ ছিলেন না। তবে বাড়ির মালিক শ্যাম নারায়ন রায় পাশে থাকা নিজের অন্য একটি বাড়িতে ছিলেন। কাকা রমেন্দ্র নারায়নবাবুর প্রয়ানের পর শ্যামনারায়নবাই ওই বাড়ির মালিক। শনিবার সকাল ৯টা নাগাদ ওই বাড়ির দরজা খুলতেই তিনি দেখেন ঘরের একটি জানালা খোলা। জানালায় থাকা লোহার গ্রীল উধাও। বাড়ির ভিতরে থাকা একটি ঘরের ইন্টারলক ভাঙা।
অন্য ঘরের দরজার তালাটিও উধাও। দুটি ঘরের ভিতরে থাকা একাধিক আলমারি, লোহার ট্যাঙ্কার খোলা। ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পরে রয়েছে। ঘরে থাকা পুরনো দিনের কাঁসা-পিতলের বহু টাকার বাসনের বাক্সটি নেই। ওই ঘরে টাকা-পয়সা না থাকলেও পুরনো জিনিসপত্র কি কি খোয়া গেছে তা খতিয়ে দেখছে রায় পরিবার। দুপুরে এবিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।