হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার আলমপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ১৪ বছর বয়সী এক কিশোর। এই ঘটনায় উদ্বিগ্ন কিশোরের পরিবার। জানা গেছে, নিখোঁজ ওই কিশোরের নাম সাইপ্রকাশ নায়েক।গত প্রায় ৯ বছর ধরে হাওড়ার আলমপুরের জালান কমপ্লেক্সের গেঞ্জি কারখানায় কর্মরত বাবা মা’র সঙ্গে থাকত সে।শুক্রবার বেলা ১১টা নাগাদ বাড়ি থেকে সে বেরিয়েছিল। তারপর থেকে আর খোঁজ মেলেনি ওই কিশোরের।
এই ঘটনা নিয়ে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ করেছেন কিশোরের পরিবার। শুক্রবার ঘটনার দিন প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে স্নান করে ঠাকুর পুজো করেছিল সে। তারপর মাকে বলে রান্না করো। গেটের বাইরে থেকে এসে খাব। এরপর আর ফেরেনি ছেলে বলে জানান নিখোঁজ সাইপ্রকাশ নায়েকের মা।