এই মুহূর্তে

গাছ লাগানোর বার্তা দিতে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে তারকনাথ।

মহেশ্বর চক্রবর্তী, ২৫ মার্চ:- “তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে”। কবি গুরুর এই গানকে পাথেয় করেই সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন কাঁচরাপাড়ার বাসিন্দা তারকনাথ পাল। পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এবং গাছ লাগানোর বার্তা নিয়ে ভারত ভ্রমন করেন তিনি। এদিন প্রকৃতি প্রেমী মানুষকে দেখা গেলো হুগলি জেলার গোঘাটে। পৃথিবীতে সারাজীবন বাবা-মা থাকবে না কিন্তু গাছ থেকে যাবে, বাবা মার নামে গাছ লাগান বার্তা প্রকৃতিপ্রেমী তারকনাথ পালের। প্রকৃতিপ্রেমী তারকনাথ পাল, নিজে গাছ লাগান এবং অপরকে লাগাতে উদ্বুদ্ধ করার জন্য ঘুরেছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের।

সাইকেলের পিছনে লাগানো আছে একটি সাইনবোর্ড। তাতে লেখা আছে। পৃথিবীতে কারোর বাবা-মা সারা জীবন থাকবে না কিন্তু গাছ থেকে যাবে তাই বাবার নামে গাছ লাগান, আশীর্বাদ করবে সারা জীবন। গাজ শুধু সৌন্দর্যায়নের জন্যই গুরুত্বপূর্ণ নয় মানুষের প্রতিদিনকার জীবনধারণের প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দান কারি। শ্বাস-প্রশ্বাসের জন্য সমস্ত জীবকুল নির্ভরশীল অক্সিজেনেড উপরে। তাই সবুজায়ন চাই। আর এই বার্তা নিয়ে তিনি একটি সাইকেলে করে ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। এই বিষয়ে তারকনাথ বাবু জানান, গাছ লাগান বাবা ও মায়ের নামে।আরও বেশি বেশি করে গাছ লাগান।বাবা ও মা পৃথিবী ছেড়ে চলে যাবে। কিন্তু গাছ রয়ে যাবে। বাবা ও মা আশীর্বাদ করবে। সবমিলিয়ে তাঁর এই মহত্ত কাজের প্রশংসা করেছেন জেলাবাসী।