এই মুহূর্তে জেলা

কুখ্যাত দুষ্কৃতি গ্রেপ্তার বালিতে। তরল মাদক বাজেয়াপ্ত।

হাওড়া, ২৫ মার্চ:- কুখ্যাত এক দুষ্কৃতি গ্রেপ্তার হলো হাওড়ার বালিতে। তার কাছ থেকে তরল মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বালি থানা এলাকার ২ নং জাতীয় সড়কে লালবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বালি থানার পুলিশ ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের নাম নাম নবীন উপাধ্যায় (৩৮)। ধৃতের বাড়ি হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া ‘কে’ রোডে বলে পুলিশ জানিয়েছে। বালি থানার পুলিশ সূত্রের খবর, ওই ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় তিন লিটার তরল মাদক উদ্ধার হয়েছে এবং তার বিরুদ্ধে বালি থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শুক্রবার দুপুরে হাওড়া আদালতে তুলে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।