হাওড়া, ১৭ মার্চ:- বাঁকড়ার মুন্সিডাঙ্গায় জঙ্গী সন্দেহে ধৃত আনিরুদ্দিন আনসারীর ফ্ল্যাটে ফের হানা দিলো এসটিএফ। বৃহস্পতিবার বিকেলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল আসেন। তদন্তকারীরা আনিরুদ্দিন আনসারীর বাড়িতে যান এবং সেখান থেকে কিছু কাগজপত্র এবং মোবাইল সিমের কভার উদ্ধার করে। এরপর ওই বাড়ি থেকে প্রায় একশ মিটার দূরে তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তাঁরা যান। আত্মীয়ের বাড়ি তালা বন্ধ থাকায় তার ছবিও তোলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তদন্তকারী দল মিনিট পনেরো সেখানে ছিলেন।
এরপর তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, বাংলাদেশি জঙ্গী সংগঠন জেএমবি জঙ্গিদের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে এসটিএফ আনিরুদ্দিনকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, ইউএপিএ সহ বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে জেহাদী কাগজপত্র, পেন ড্রাইভ, ল্যাপটপ এবং মোবাইল ফোন। তিনি স্থানীয় মাদ্রাসার শিক্ষক ছিলেন।