হাওড়া, ১৩ মার্চ:- হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতির অন্নপূর্ণা স্কাউট গ্রুপ এবং অন্নপূর্ণা গাইড গ্রুপের তরফ থেকে রবিবার সন্ধ্যায় এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবে স্কাউট গ্রুপের এবং গাইড গ্রুপের বিভিন্ন বয়সের সদস্য সদস্যারা অংশগ্রহণ করেন। অন্নপূর্ণা স্কাউট গ্রুপের স্কাউট মাস্টার কুণাল মন্ডল জানান, এখন কোভিড অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিডের সেই বাড়বাড়ন্ত কম।
তাই এবার এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের আশা আগামী দিনে কোভিড সম্পূর্ণ নির্মূল হবে এবং আমরা আবার সুস্থ জীবনযাপন করতে পারব। এখনও পর্যন্ত যেহেতু কোভিড পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তাই কোভিড বিধি মেনেই যতটা সম্ভব বসন্ত উৎসব এবং আগামী দোল উৎসবে সকলে মেতে উঠব।