এই মুহূর্তে কলকাতা

দোল ও হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে একদিনের ছাড় দিলো রাজ্য।


কলকাতা, ১০ মার্চ:- রাজ্য সরকার দোল এবং হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে একদিনের ছাড় দিয়েছে। দোলযাত্রার আগের দিন অর্থাৎ ১৭ মার্চ হোলিকা দহন উৎসব পালন করার জন্য মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত লোক ও যানবাহন চলাচলে জারি নিষেধাজ্ঞা থাকছে না বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখনো রাজ্যে ওই নৈশ বিধি-নিষেধ জারি রয়েছে।