কলকাতা, ৭ মার্চ:- বিধানসভার বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির তীব্র সমালোচনা করেছেন। রাজ্যপাল বিধানসভা ছেড়ে যাওয়ার পর বাইরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপির আজকের আচরণকে নজিরবিহীন ও গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন,ভোটে পরাজিত হওয়ার পরেও বিরোধীদের এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এটা অপ্রত্য়াশিত ঘটনা।
অধ্যক্ষ এবং রাজ্যপাল নিজেও বিরোধী সদস্যদের শান্ত হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি নিজেও হাতজোড় করে অনুরোধ জানিয়েছেন। তা সত্ত্বেও বিজেপি আজ যা করেছে তা ঠিক করেনি। এটা গণতন্ত্রের জন্য লজ্জা বলে মুখ্যমন্ত্রী মনে করেন। তিনি বলেন,রাজ্যপাল তাঁর ভাষণ না পড়ে চলে যাচ্ছিলেন। তা যদি হত তাহলে তা এক সাংবিধানিক সমস্যা হত। তা এড়ানোর জন্য শাসকদলের বিধায়করা রাজ্যপালকে বারবার ভাষণ পড়ার অনুরোধ জানান। এরপর উনি ওঁর ভাষণ পড়েন। এরপরে মুখ্যমন্ত্রী নিজে রাজভবনে গিয়ে রাজ্যপাল কে ধন্যবাদ জানিয়েছেন।