এই মুহূর্তে কলকাতা

অ্যাপ ক্যাবে যাত্রী সুরক্ষা ও ভাড়া নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি সরকারের।


কলকাতা, ৪ মার্চ:- অ্যাপ ক্যাবে যাত্রী সুরক্ষা ও ভাড়া নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতরের তরফে নতুন নির্দেশিকা জারি করে যথেচ্ছ ভাড়া নিয়ন্ত্রণ এবং যাত্রী-সুরক্ষার প্রশ্নে একাধিক নির্দেশ দেওয়ার পাশাপাশি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির দায়বদ্ধতা সরকারের কাছে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওই নির্দেশিকায় চালক, যাত্রী এবং অ্যাপ ক্যাব সংস্থা সকলের স্বার্থই দেখা হয়েছে। রাজ্য পরিবহণ দফতরের নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। আগে প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৭৫ পয়সা। নয়া নির্দেশিকা অনুযায়ী অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক নেওয়া যাবে ২৮ টাকা ভাড়া। বৃষ্টি বা অন্যান্য অজুহাত দেখিয়ে,আগে ভাড়া বাড়িয়ে দিত অ্যাপ ক্যাব সংস্থাগুলি।

এখন তা আর করা যাবে না। পাশাপাশি অ্যাপ ক্যাপ বাতিলের ক্ষেত্রে, ভাড়ার ১০% দিতে হবে। যিনি বাতিল করবেন,তাকে এই টাকা দিতে হবে। কোনও যাত্রীকে তিন কিলোমিটারের মধ্যে পিক আপ করতে হলে তাকে কোনও পিক আপ চার্জ দিতে হবে না। যে সমস্ত অ্যাপ ক্যাব সংস্থা গাড়ি চালাবে তাদের সার্ভার এই রাজ্যে থাকতে হবে। যাতে করে প্রয়োজন হলে রাজ্যের, যে কোনও এজেন্সি তা অ্যাকসেস করতে পারে। এই নয়া নির্দেশিকায় খুশি ক্যাব চালক থেকে শুরু করে যাত্রীরাও। এছাড়াও নির্দেশিকায় অ্যাপ ক্যাবে বাধ্যতামূলকভাবে জিপিএস থাকতে হবে বলে জানানো হয়েছে। চালক হিসেবে কাউকে নিয়োগ করার আগে তার ন্যূনতম ছয় দিন অথবা তিরিশ ঘণ্টার প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। চালু অবস্থায় কোন যাত্রী গাড়িতে অসুবিধায় পড়লে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্যানিক বাটন থাকা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। রাইড বাতিল করলে চালকের একশো টাকা জরিমানা করা হবে। সেই টাকা যাত্রীর ব্যাংক একাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী সব অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে ছয় মাসের মধ্যে পরিবহন দপ্তরের কাছ থেকে নতুন করে লাইসেন্স নিতে হবে।