এই মুহূর্তে জেলা

SFI DYFI এর এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র পাঁচলা।


হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘটনার উত্তেজনা আজও অব্যাহত। যত সময় গড়াচ্ছে ততই উত্তেজনা চরম আকার নিচ্ছে। শনিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিভিন্ন সংগঠন। এদিন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মীরা। 

তাঁরা মিছিল করে এসপি অফিসের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে শ্লোগান তোলেন। আনিসের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ দোষীদের শাস্তির উপযুক্ত তদন্ত ও আসল সব দোষীদের গ্রেফতারের দাবি তোলেন।

তাঁরা এদিন ব্যানার নিয়ে মিছিল করেন। এই দিন এই কর্মসূচিতে অন্যান্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রচুর সংখ্যক কর্মী এদিন এখানে উপস্থিত ছিলেন। তাঁরা মিছিল করে পুলিশকে ধিক্কার জানান। হাওড়ার পাঁচলায় এসপি অফিস ঘেরাও হবে তার খবর আগাম ছিল পুলিশের কাছে। তাই পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। তারা ব্যারিকেড করে ঘিরে রেখেছিল। মিছিল ঘিরে রণক্ষেত্র আকার নেয় এলাকা। ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় একাধিক জন আহত হন। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।