এই মুহূর্তে জেলা

রাত পোহালেই পুরভোট , নিরাপত্তার চাদরে মুড়েছে আরামবাগ।

আরামবাগ, ২৬ ফেব্রুয়ারি:- রাত পোহালেই পুরভোট। প্রস্তুতি ও নিরাপত্তার চাদরে মুড়েছে আরামবাগ পৌরসভা। আগামীকাল অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে ১০৮ টি পৌরসভার ভোট। তার ঠিক আগেই আরামবাগ শহরের গালস কলেজে DCRC-তে চরম ব্যস্ততা ভোট কর্মীদের মধ্যে। সকালে থেকে আরামবাগের ১৯ টি ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্রের জন্য EVM মেশিন পৌঁছানোর কাজ চলছে।এদিন কলেজ চত্বরে সমস্ত কাজ ক্ষতিয়ে দেখতে মহকুমা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত আছেন। অন্যদিকে ভোটগ্রহণের সময় শহরে যাতে কোনও অশান্তি বা অপ্রতিকর ঘটনা না ঘটে, সেইজন্য বৃহস্পতিবার রাত থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়ে গোটা আরামবাগ শহরকে।

মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্র পৌঁচ্ছোতে ও নিজেদের কাজ বুঝতে তৎপরতা দেখা যায় ভোটকর্মীদের মধ্যে। শুক্রবারই রাত থেকে বিভিন্ন এলাকা থেকে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছিলো গালস কলেজ চত্বরে। অন্যদিকে, নির্বাচনের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে জেলা পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে জানা গেছে।সবমিলিয়ে সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ পৌরভোটের প্রস্তুতিতে চরম ব্যাস্ততা দেখা যাচ্ছে।