এই মুহূর্তে কলকাতা

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করছে।


কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করছে। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ও ডিজি মনোজ মালব্যের নেতৃত্বে গঠিত ওই তদন্তকারী দল ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সোমবার নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আনিসের মৃত্যের নিরপেক্ষ তদন্ত হবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে কথা বলা হবে না। জীবন ফিরিয়ে দিতে পারব না। সেটা তো আমার হাতে নেই। তবে পরিবার আমাদের উপর আস্থা রাখুক। এর কোনও ক্ষমা নেই।দোষী হলে আমিও শাস্তি পাব। দোষীদের রেয়াত করা হবে না।’’

There is no slider selected or the slider was deleted.

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁর সঙ্গে পুলিশকর্তাদের সঙ্গে কথা হয়েছে। মমতার কথায়, ‘‘আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভাল ছিল। যাঁরা এখন টেলিভিশনে দর্শন দিতে গিয়েছেন তাঁরা জানেন জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। অনেকে এখন অনেক কথা বলছেন। কিন্তু ওঁরা জানেন না, আনিস আমাদের লোক ছিল। আমার সঙ্গেও যোগাযোগ ছিল। নির্বাচনে আমাদের অনেক সাহায্য করেছিল। আমাদের ফেভারিট লোক ছিল।’’ হাওড়ার আমতায় ছাদ থেকে ফেলে ছাত্রনেতা আনিস খানকে হত্যার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যদিও এই কাণ্ডের সঙ্গে পুলিশের যোগ নেই বলেও দাবি করা হচ্ছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। চলছে রাজনৈতিক চাপানউতোর। এমন পরিস্থিতিতে বিতর্ক থামাতে আনিসকাণ্ডে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।

There is no slider selected or the slider was deleted.